E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন, জেল-জরিমানা আজ থেকেই

২০১৯ জুলাই ০১ ১৪:৩০:৩৭
বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন, জেল-জরিমানা আজ থেকেই

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন দেখালে বিশেষত দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখালে আজ (সোমবার) থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এ জন্য আজ থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। সে সময় গতকাল শেষ হয়ে গেছে।

(ওএস/এসপি/জুলাই ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test