E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংসদ এলাকা থেকে জিয়ার কবর অপসারণের দাবি

২০১৯ জুলাই ০১ ১৫:০০:৫২
সংসদ এলাকা থেকে জিয়ার কবর অপসারণের দাবি

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : গণতন্ত্র চর্চ্চার সূতিকাগার জাতীয় সংসদ ভবনের সীমানায় সামরিক শাসক জিয়াউর রহমান, রাজাকার শাহ আজিজ, সবুর খান, যাদু মিয়ার কবরসহ ৮টি কবর ও অন্যান্য অবৈধ স্থাপনাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া-এ জাতির প্রত্যাশা পুরণ এখন সরকারের উপর নির্ভর করছে।

সোমবার ( ১ জুলাই) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাব চত্বর ‘বঙ্গবন্ধু বাস্তবায়ন সংসদ’ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এমন মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।

প্রধান অতিথির বক্তব্যে কবীর চৌধুরী তন্ময় বলেন, লুই আই কানের প্রণীত নকশায় জাতীয় সংসদ ভবন চত্বওে কোন কবরের চিহ্ন ছিল না। অথচ বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের কবর স্থাপন করে জাতীয় সংসদ ভবনের শুধু নান্দনিকতাই নষ্ট করেনি বরং গণতন্ত্রচর্চাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে। বিএনপি-জামায়াত জোট সরকার পরিকল্পিতভাবে লুই কানের মূল নকশার বাইরে গিয়ে সংসদ ভবন সীমানার মধ্যে সম্মেলন কেন্দ্র, মাজার, সমাধি, উচ্চ পদস্থদের বাস ভবন, ইত্যাদি নির্মাণ করে পৃথিবীর অন্যতম একটি নান্দনিক স্থাপত্য নিদর্শনকে দফায় দফায় ক্ষত-বিক্ষত করেছে।

জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটিকে তার মূল আদলে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দেশের মঙ্গলকামী ও সৌন্দর্যপ্রিয় মানুষের সমর্থন আছে দাবি করে তিঁনি আরও বলেন, ইতোমধ্যেই মুল নকশার বাইরে যেসব স্থাপনা রয়েছে, তা সরানোর জন্য মহান সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনুরোধ জানিয়েছেন। আমরা আশা করব, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে কিংবা নোংরা রাজনীতি না করে লুই ইসাডোর কানের তৈরি করা জাতীয় সংসদ ভবনের মূল নকশায় আমাদের ঐতিহাসিক স্থাপনা জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য রক্ষায় দল-মত নির্বিশেষে সবাই এগিয়ে আসবে।

সংগঠনের উপদেষ্ঠা শেখ নওশের আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ আবদুর রাজ্জাক শাকিল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, প্রচার-প্রকাশনা সম্পাদক মো. রাসেল বাবলু, আন্তর্জাতিক বিষয়ক ওমর ফারুক রাসেল, যুব-ক্রীয় বিষয়ক সম্পাদক ইকবাল সর্দার, শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক কাদের, শেখ হাবিবুর রহমান প্রমুখ।

(পিআর/এসপি/জুলাই ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test