E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছায় উন্নত দেশের প্রত্যাশা

২০১৪ জুলাই ২৯ ১২:৩৮:১০
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছায় উন্নত দেশের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে গণভবনে সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী সুন্দরভাবে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারছেন। নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তার সরকার সোঁনার বাংলাদেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চান।

সবশেষে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে সেজন্য দেশবাসীর সহযোগিতা চেয়ে আরেকবার সবাইকে ঈদের সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও তার দুই কন্যাসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত আছেন।

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর দ্বিতীয় পর্যায়ে কূটনৈতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ।


সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২১০৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test