E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কথা রাখতে পারলেন না শ্রম প্রতিমন্ত্রী

২০১৪ জুলাই ৩০ ১২:৩৭:৩৬
কথা রাখতে পারলেন না শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তাজরীন ফ্যাশনসের মা্লিক দেলোয়ার হোসেনের বাড্ডা এলাকার কারখানার তিনটি ফ্লোর বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। নিরুপায় শ্রমিকরা অনশন করেই কাটিয়ে দিচ্ছেন ঈদের দিনটি।

ঈদের দিনে মঙ্গলবার বেতন-বোনাস না পেয়ে দেলোয়ারের মালিকানাধীন তুবা গ্রুপের প্রায় ১৬শ শ্রমিকের মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক বাড্ডার কারখানার সামনে অনশনে বসেছেন।

উল্লেখ্য, গত বুধবার তুবা গ্রুপের শ্রমিকরা রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রাখার সময় বাড্ডার কারখানার ৩টি ফ্লোর বিক্রি করে তাদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দেন প্রতিমন্ত্রী চুন্নু। কিন্তু ঈদের দিন পর্যন্ত গত ৩ মাসের বেতন ও ঈদের বোনাস পাননি কোনো শ্রমিক। বিজিএমইএ এবং কারখানার মালিকপক্ষের সঙ্গে গত শনিবার দ্বিতীয় দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।

এ ব্যাপারে মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেন, ‘তুবা গ্রুপের প্রায় ১৬শ শ্রমিকদের বেতন ও বোনাস হিসেবে ৭ কোটি টাকার বেশি বকেয়া পড়ে গেছে। তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন কারাগারে থাকায় তার স্ত্রী মাহমুদা আক্তার মিতা শেষ মুহূর্তে এসে কারখানা বিক্রি করতে রাজি হননি।’

তবে গত বুধবার তুবা গ্রুপের চেয়ারম্যান দেলোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার মিতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রীকে তিনি আশ্বাস দেন যে, প্রয়োজনে ফ্ল্যাট বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। মূলত মাহমুদার অনিচ্ছার কারণেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বলে জানান চুন্নু।

এদিকে, তুবা গ্রুপের চেয়ারম্যান ও দেলোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার জানিয়েছেন, তার স্বামী জেলে থাকায় এ মুহূর্তে তিনি ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না। এছাড়া দেলোয়ারের একক মালিকানায় এ ফ্লোরগুলো না থাকায় তিনি ইচ্ছে করলেও বিক্রি করতে পারছেন না। শ্রমিকদের বেতন না দিয়ে তিনিও এবারের ঈদ পালন করছেন না বলেও জানিয়েছেন জামিনে মুক্ত হওয়া মাহমুদা।

শ্রমিকদের এ দুরবস্থা থেকে বাঁচাতে দেলোয়ারকে জামিনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানান মাহমুদা আক্তার মিতা।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test