E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশিকার বার্ষিক কর্মশালা উদ্বোধন করবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

২০১৯ জুলাই ১৯ ১৭:৫৬:২২
প্রশিকার বার্ষিক কর্মশালা উদ্বোধন করবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

সমরেন্দ্র বিশ্বশর্মা : দেশের সকল এনজিও’র নেতৃত্বদানকারী সংগঠন ছিল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। আভ্যন্তরিন দ্বন্দ কাটিয়ে সংস্থার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের নেতৃত্বে দুইদিন ব্যাপী (২০, ২১ জুলাই) জাকজমকপূর্ণ বার্ষিক কর্মশালা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। 

আগারগাঁও স্থানীয় সরকার ইনষ্টিটিউটে এ কর্মশালায় সারা দেশ হতে প্রশিকার অন্তত ১শ ৫০টি কার্যালয়ে প্রতিনিধিগণ অংশ গ্রহণ করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করবেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যারোমা দত্ত এম.পি। প্রশিকা ডিমিয়া বিভাগের কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল কাইয়ুম রোকন জানান, দুই দিন ব্যাপী এ কর্মশালায় নতুন অর্থবছরের কর্ম পরিকল্পনা চূড়ান্ত ও বাষিক কাজের মূল্যায়ন করা হবে। সংস্থাটি ইতিমধ্যে তার হারানো গৌরব ফিরে আনার জন্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় তৃণমূল জনগনের সাথে আস্তার সঙ্গে কাজ করবে। দেশের নিম্নবিত্ত শ্রেণির জীবন যাত্রার মান উন্নয়নে ও দারিদ্র বিমোচনে সংস্থাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, প্রশিকা মুক্তিযুদ্ধোর চেতনায় তার সঠিক গন্তব্যেই পৌঁচবে। এজন্য তিনি সকল মহলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

(এসবি/এসপি/জুলাই ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test