E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের পরেও মানুষ ঢাকা ছাড়ছে

২০১৪ জুলাই ৩০ ১৪:০৯:০২
ঈদের পরেও মানুষ ঢাকা ছাড়ছে

স্টাফ রিপোর্টার : ঈদের পরের দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন ছুটছেন নিজ নিজ গন্তব্যে। বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়।

ঈদের পর সীমিত পরিসরে ট্রেন সার্ভিস চালু রাখা হয়েছে। বুধবার সকালে একটি স্পেশাল ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়েছে বলে জানান কমলাপুর রেলস্টেশন ম্যানেজার খায়রুল বশির।

খায়রুল বশির সংবাদমাধ্যমকে বলেন, সকাল পৌনে ৯টায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন ছেড়েছে। সীমিত পরিসরে চলছে কিছু ট্রেন ।স্টেশন কর্মকর্তারা জানান, ঈদের দ্বিতীয় দিন কমলাপুর স্টেশন থেকে ১২টি ট্রেনের শিডিউল রয়েছে।

এদিকে, যেসব ট্রেন কমলাপুর ছাড়ছে সেগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিকের তুলনায় বেশি দেখা গেছে। ঈদের পর ছুটি কাটাতেই বাড়ি ফিরছেন তারা। তবে ঢাকায় ফেরা যাত্রীর চাপ নেই বললেই চলে।

স্টেশন ম্যানেজার খায়রুল বশির সংবাদমাধ্যমকে বলেন, মানুষ এখনও ঘরে ফিরছেন। ঈদের সাতদিন স্পেশাল সার্ভিসগুলো চালু রাখা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আরও বাড়ানো হবে। ঈদের তৃতীয় দিন খুলনা, পার্বতীপুর ও দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিনটি স্পেশাল ট্রেন সার্ভিস রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় রাজশাহী এক্সপ্রেস। এছাড়া বিকেল ৪টা ৪০ মিনিটে যমুনা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং ৬টায় ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস ছেড়ে যাবে দেওয়ানগঞ্জ অভিমুখে। এসব ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশনে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকিট কাটতে দেখা যায়।

(ওএস/এটিআর/জুলাই ০৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test