E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনসেবার জন্য সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে: জাবেদ আলী

২০১৪ জুলাই ৩০ ১৪:১৮:৩৭
জনসেবার জন্য সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে: জাবেদ আলী

পাকুন্দিয়া প্রতিনিধি : ভোটার তালিকা হালনাগাদ, পরিচয়পত্র প্রদান ও নির্বাচন সংক্রান্ত বিষয়াদি জনগণের কাছে পৌঁছে দিতেই দেশের প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে একটি করে সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে। এলাকায় থেকে জনগণ যাতে সকল প্রকার নির্বাচন সংক্রান্ত সেবা ভোগ করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। স্বচ্ছ, নির্ভুল ও নিখুঁত ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করে যাচ্ছে কমিশন।

বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সার্ভার স্টেশন উদ্ধোধনকালে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) মো. জাবেদ আলী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র। নিকটস্থ সার্ভার স্টেশনে গিয়ে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভূক্তি হওয়ার জন্য আহ্বান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজমুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী, উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test