E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিসিটিভির আওতায় আসছে উন্নয়ন প্রকল্প

২০১৯ আগস্ট ০৬ ১৬:০৫:০১
সিসিটিভির আওতায় আসছে উন্নয়ন প্রকল্প

স্টাফ রিপোর্টার : দেশের বাস্তবায়িত প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। সভায় সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন।

প্রকল্পের গুণগত মান বজায় রাখতে চাপ অব্যাহত রাখা হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভারতের অন্ধ্রপ্রদেশে বড় বড় প্রকল্প সরাসরি সিটিটিভির মাধ্যমে অনলাইনে দেখা হয়। প্রকল্প পরিচালকরা রুমে বসেই ক’জন শ্রমিক আছে, কে কোথায় কী করছে, দেখেন। এই প্রযুক্তি আমাদের হাতেও আছে। আমরা এই প্রযুক্তি ব্যবহার করব।’

পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে এভাবে প্রকল্প পরিচালনা করছে উল্লেখ করে এমএ মান্নান বলেন, ‘এটাকে আমরা আরও বিস্তৃত ও শক্তিশালী করব।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো কোনো প্রকল্প একবার, দুইবার, তিনবার সংশোধন করা হয়। একবার হতে পারে, কিন্তু তিনবার হওয়া স্বাস্থ্যসম্মত নয়। এটা প্রধানমন্ত্রী ভালো চেখে দেখেন না। আমাদের তো ভালোভাবে দেখার প্রশ্নই ওঠে না।’

তিনবার সংশোধনের জন্য আসাদের তালিকা তৈরি করা হবে উল্লেখ করে এমএ মান্নান বলেন, ‘কারা কারা তিনবার সংশোধনের জন্য আসছে আমাদের কাছে। একটা আলাদা সারসংক্ষেপ তৈরি করে এটা একনেকের নজরে আনা হবে। একনেকের নজরে আনা হবে মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনা হবে।’

সচিবরা কী বলেছেন- জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তারা বলেছেন, আমরা কাজ করছি। আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। চারদিক থেকে আমাদের অনেক কাজ থাকে। তারপরও আমরা আরও বেশি করে প্রকল্পে সময় দেব। আপনারা অ্যালার্ট করলেন, প্রধানমন্ত্রী বলেছেন - এটাকে আমরা আরও বেশি সিরিয়াসলি নেব।’

মন্ত্রী জানান, গত ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৯৪ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তার আগের অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ১১ শতাংশ।

(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test