E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২২ আগস্ট ‘গাঙচিল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০১৯ আগস্ট ১৯ ২০:১১:১৭
২২ আগস্ট ‘গাঙচিল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী ২২ আগস্ট (বৃহস্পতিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার গাঙচিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর বিকেল ৫টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে আবুধাবী যাবে উড়োজাহাজটি। এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহের খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ২১০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে। সেই চুক্তির আওতায় এরইমধ্যে বহরে যুক্ত হয়েছে ছয়টি উড়োজাহাজ। বাকি চারটি হলো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এর মধ্যে তিনটি বিমান বহরে যুক্ত হলো। বাকি একটি চলতি বছরের সেপ্টেম্বরে আসবে।

(ওএস/এএস/আগস্ট ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test