E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উত্তরায় রাজউকের অভিযান : ১১ লাখ টাকা জরিমানা

২০১৯ আগস্ট ২৮ ১৮:১৩:৪০
উত্তরায় রাজউকের অভিযান : ১১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ আগস্ট) উত্তরা সেক্টর ১১ এর গরীব-ই-নেওয়াজ এভিনিউতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কারণে দুই ভবন মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন এবং ভবনগুলোর কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান ও কক্ষ ভেঙে ফেলা হয়।

এছাড়া ৯টি ভবনের নকশা বহির্ভূত অংশ, বেইজমেন্টে নির্মিত দোকান, ভবনের সামনের অবৈধ র‌্যাম্প (গাড়ি ওঠা- নামার জন্য ঢালু সিড়ি) উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আতিকুর রহমান।

রাজউকের জোন-২ এর পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অঞ্চল-২ এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এছাড়া অভিযানে সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test