E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১৪ নাবিককে জীবিত উদ্ধার

২০১৯ সেপ্টেম্বর ১৩ ১৬:১৮:৫৯
বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১৪ নাবিককে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সাঙ্গু’।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি আরগো’ ১৫২টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সাঙ্গু’ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়। আজ সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার নাবিকরা হলেন-জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), নোয়াখালী; চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২), চট্টগ্রাম; চিফ অফিসার কাজী মাহমুব আলম (২৮), গোপালগঞ্চ; সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬), নারায়ণগঞ্জ; থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪), নোয়াখালী; বোসনমেট রফিক উল্লাহ (৫৯), ফেনী; অ্যাবল সিম্যান মো. জুবায়ের হোসেন (২৪), চট্টগ্রাম; অর্ডিনারি সিম্যান সুজন মুখার্জি (২০), ফরিদপুর; অর্ডিনারি সিম্যান মো. শাহাবুদ্দিন (২১), ভোলা; শাহাদাৎ হোসেন (৩৭), লক্ষ্মীপুর; জামিরুল ইসলাম (৩০), চট্টগ্রাম; শহীদ মিয়া (২৩), রংপুর; মো. রাজু (২৫), চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০), চট্টগ্রাম।

উদ্ধার নাবিকরা বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test