E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ভ্যাকসিন হিরো' পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১০:০৭:৪৩
'ভ্যাকসিন হিরো' পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতা জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করেছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।

নিউইয়র্কে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদরদপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন গ্লোবাল জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি ওকোনজো এওয়েলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্কলে। এরপর গণমাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় এ পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

ড. এনগোজি ওকোনজো এওয়েলা তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test