E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বসাধারণের পরামর্শ নিচ্ছে কমিশন

২০১৯ অক্টোবর ২৪ ১৫:৪৭:১৯
দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বসাধারণের পরামর্শ নিচ্ছে কমিশন

স্টাফ রিপোর্টার : দেশের দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বহুমুখী ও বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। কমিশনের কার্যক্রম নিয়ে কেউ কেউ বিচ্ছিন্নভাবে মতামতও প্রকাশ করছেন। এসব মতামতকে কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করে এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় তাদের মতামতকে কমিশনের কর্মপ্রক্রিয়ায় সংযোজনও করা হয়।

সমাজে এক সময় অনেক অপরাধ কেবল সমাজশক্তির তীব্র প্রতিরোধেই বিলুপ্ত হয়েছে। কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণের সমন্বিত অংশগ্রহণ ব্যতীত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন টেকসই করা কঠিন।

এ প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ কমিশন সভায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ে দুর্নীতি দমন কমিশনের বর্তমান কার্যক্রমের (ম্যান্ডেট) বাইরে আরও কী কী কার্যক্রম নেয়া যেতে পারে সে লক্ষ্যে সর্বসাধারণের (ব্যক্তি/প্রতিষ্ঠান) মতামত ও পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিশনের তফসিলভুক্ত অভিযোগের অনুসন্ধান-তদন্ত-প্রসিকিউশন, হটলাইন-১০৬, গণশুনানি, সততা স্টোর, সততা সংঘ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির চলমান কার্যক্রমের বাইরে আরও কী কী কার্যক্রম নেয়া যেতে পারে -এসব বিষয়ে সর্বসাধারণের মতামত ও পরামর্শ গ্রহণের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

দেশের যেকোনো নাগরিক (ব্যক্তি/প্রতিষ্ঠান) আগামী ২০ নভেম্বরের মধ্যে ডাকযোগে চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১, সেগুনবাগিচা, ঢাকা বরাবর অথবা কমিশনের নিজস্ব হটলাইন-১০৬ অথবা ই-মেইল ঠিকানায় ([email protected], [email protected]) অথবা কমিশনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্সে (facebook.com/acc.org.bd) পরামর্শ জানাতে বলা হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test