E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম যানবাহন চলাচলে কোন শৃঙ্খলা নেই: যোগাযোগমন্ত্রী

২০১৪ আগস্ট ০৩ ১৩:২৬:৪৬
চট্টগ্রাম যানবাহন চলাচলে কোন শৃঙ্খলা নেই: যোগাযোগমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে যানবাহন চলাচলে কোন শৃঙ্খলা নেই বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে গণসচেতনতা বৃদ্ধিমূলক রোড শো ২০১৪’ ক্যাম্পেইন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, 'চট্টগ্রাম বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। এ শহরের যেদিকেই থাকায় ময়লা-আবর্জনার ঢিবি। দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে চলতে হয়। এ শহরের বিলবোর্ডের জন্য সবুজ দেখা যায় না, পাহাড় দেখা যায় না, নদী দেখা যায় না, কোথাও কোথাও আকাশও দেখা যায় না'

ওবায়দুল কাদের বলেন, 'এই শহরে যানবাহন চলাচলে কোন শৃঙ্খলা নেই। চট্টগ্রামের মতো এত বেহাল রাস্তাঘাট বাংলাদেশের কোথাও নেই। গোটা শহরেই রাস্তাঘাট আজ বেহাল। আমি প্রধানমন্ত্রীকে রাঙামাটি থেকে এসএমএস করে বিষয়টি জানিয়েছি।'

তিনি বলেন, 'আমাকে দায়িত্ব দিলে আমি তিনদিনের মধ্যে এসব সংস্কার করে দিতে পারবো আর কার্পেটিংয়ের কাজ ৭ থেকে ১০ দিন লাগবে। এই শহর আবার ঝকঝকে তকতকে হবে। এ বিষয়গুলো কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো। তারা হয়তো ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ হলে চলবে না। আমাদের ভালো কাজ দরকার। চট্টগ্রামবাসী আজকে অসহ্য হয়ে পড়েছে। তাদের আজকে দুর্গন্ধময় একটা শহর।'

তিনি আরো বলেন, 'এ শহরের একদিকে সবুজ পাহাড়, একদিকে কর্ণফুলী নদী, আরেকদিকে বঙ্গোপসাগর। প্রকৃতির এমন অপারকৃপা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে এ শহরের সব সৌন্দর্যহানির উৎসব চলছে। পাহাড় কাটা, রাস্তাঘাটে বিশৃঙ্খলা, ব্যাটারিচালিত রিকশা, হেলমেট ছাড়া আরোহী, অসংখ্য লাইসেন্সবিহীন মোটর সাইকেল এখানে চলাচল করছে। কয়েকদিনের মধ্যে আবার আসবো।'

মন্ত্রী বলেন, 'এটা বাংলাদেশের দ্বিতীয় শহর। এটা আমাদের কমার্শিয়াল হাব। আমাদের বাণিজ্যিক রাজধানীর যদি এ অবস্থা হয় তাহলে বিদেশীরা এখানে বিনিয়োগ করতে কি করে আসবে। র্কণফুলী টানেল হচ্ছে। গভীর সমুদ্র বন্দর হচ্ছে। চট্টগ্রামের অনেক ‌উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করছে। কিন্তু যদি কানেক্টিভিটি না থাকে, পরিবহণে বিশৃঙ্খলা থাকে, ময়লা আবর্জনায় শহরটা ভরে যায়, কর্ণফুলী দূষিত হয়ে যায় তাহলে এ শহর বসবাসের উপযোগী থাকে না। এ অবস্থা থেকে চট্টগ্রামকে বাঁচাতে হবে।'

(ওএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test