E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধানমন্ডির বহুতল ভবনের আগুনে নারীর মৃত্যু

২০১৯ অক্টোবর ২৬ ১৫:০৮:৩১
ধানমন্ডির বহুতল ভবনের আগুনে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে দগ্ধ এক শিশু ও এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ৩টি ইউনিট পাঠানো হয়। সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

তিনি আরও জানান, আমরা আগুনে আহতের খবর পেয়েছি। তিনজনকে ঢামেক বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে কেউ মারা গেছে এমন তথ্য এখনও মেলেনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় আহত তিনজনের মধ্যে এক বয়স্ক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই আগুনের ধোঁয়ায় অসুস্থ অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test