E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণমাধ্যমের অধিকার হরণ না করতে সুরঞ্জিতের আহ্বান

২০১৪ আগস্ট ০৪ ১৩:৩৫:৫১
গণমাধ্যমের অধিকার হরণ না করতে সুরঞ্জিতের আহ্বান

স্টাফ রিপোর্টার : জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে যাতে গণমাধ্যমের অধিকার হরণ না হয় সেদিকে সরকারকে দৃষ্টি দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শেখ কামাল স্মরণসভা’য় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ৬৫তম জন্মদিন উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

সুরঞ্জিত বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে উঠছে। এরআগে কোনো নীতিমালা ছিলনা। যে যার সুবিধা মত কাজ করেছে। এবার বর্তমান সরকার একটি নীতিমালা তৈরি করেছে। এটা একটা স্পর্শকাতর বিষয়। এ নীতি প্রণয়ণ, কার্যকারিতা ও বাস্তবায়নে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আমাদের মৌলিক অধিকার।

তিনি বলেন, এই নীতিমালার মাধ্যমে যাতে গণমাধ্যমের অধিকার হরণ না হয় সেদিকে নজর দিতে হবে। মিডিয়া যাতে পরিমার্জিত ও পরিশীলিতভাবে সম্প্রচার করতে পারে, সেদিকে সরকারের দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতার নামে চলা হলুদ সাংবাদিকতার দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। রাত ১২টার পরে দেখা যায়, বাংলাদেশ আর বাংলাদেশ নেই। যে যার মত ইচ্ছা করতে থাকে, বলতে থাকে। বিবেক ও চিন্তার স্বাধীনতা থাকবে কিন্তু এগুলো সাংবিধানিকভাবে আইনধারা নিয়ন্ত্রিত হতে হবে।

তোবা গার্মেন্টস নিয়ে সুরঞ্জিত বলেন, তোবা গার্মেন্টস এর শ্রমিকরা ঈদ তো করতে পারেননি, বরং তাদের আন্দোলন করে যেতে হচ্ছে। তারা মাসের পর মাস কাজ করেছে, বোনাস তো দূরের কথা তারা বেতনও পায়নি। আমরা রাস্তার সংগ্রামের মানুষ। আমরা রাস্তা থেকে সংগ্রাম করে এসেছি। তাদের এই আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি আছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, দীর্ঘদিন পরে হলে সরকার ও বিজিএমইএ ট্রেড ইউনিয়ন নিয়ে বসেছে, আমি অভিনন্দন জানাই। তবে এটা আরও আগে হলে সমস্যা এতদূর গড়াতো না। উভয়ের মানবিক দৃষ্টিতে এর বিবেচনা করলে সমাধান সম্ভব।

বিরোধীজোটের আন্দোলেন নিয়ে মিডিয়ার সমালোচনা করে সাবেক এ রেলমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আন্দোলন কোথাও দেখি নাই। এ নিয়ে মিডিয়া হাইপ সৃষ্টি করছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেও মিডিয়া এমন একটা হাইপ সৃষ্টি করেছে। আমাদের কিছু নেতা বলেন, এই করবো সেই করবো। তারাও বলে। আর মিডিয়া ওটা প্রচার করে।

তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতি পুনর্নির্ধারণ ও পুনর্মূল্যায়ন করতে হবে। যুগোপযোগী ও আধুনিক করতে হবে। বিশ্বায়নের যুগে বিংশ শতাব্দির আতংকের রাজনীতি এখন আর চলে না। তাকে শিক্ষা নিতে শেখ হাসিনার কাছ থেকে। ১৯৮১ সালে যখন শেখ হাসিনা দেশে ফিরলেন, তারপর থেকে তিনি তিলে তিলে আওয়ামী লীগের রাজনীতি যুগোপযোগী করেছেন। বেগম জিয়াকেও এটা করতে হবে। নইলে পলিটিক্স অব পাওয়ার দেখা যাবে না।

সুরঞ্চিতের সঙ্গে সূর মিলিয়ে বিএনপির পরিণতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থউপদেষ্টা ড. মশিউর রহমান। এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণের উন্নয়নের কথা নেই। তাদের দেশ সম্পর্কে কোনো উন্নয়নের চিন্তা নেই। এদের জনগণ গ্রহণ করবে না। তারা নিজেদের সংশোধন করে রাজনীতিতে ফিরে আসতে হবে। আর আসতে চাইলেও সেটা সময় সাপেক্ষ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজী মো: সেলিমের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসূফ হোসেন হুমায়ূন, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান প্রমুখ।

(ওএস/এটিআর/অাগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test