E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুলবুলে ২৬৩ কোটি টাকার ফসলের ক্ষতি

২০১৯ নভেম্বর ১২ ১৫:২৮:১৪
বুলবুলে ২৬৩ কোটি টাকার ফসলের ক্ষতি

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় বুলবুলে উপকূলীয় ১৬ জেলায় ২২ হাজার ৮৩৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ২৬৩ কোটি ৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ হাজার ৫০৩ জন কৃষক।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রাথমিকভাবে ১৬টি জেলায় রোপা আমন, শীতকালীন শাকসবজি, সরিষা, খেসারী, মসুর ওপেন ফসলের আক্রান্তের তথ্য পাওয়া গেছে। বুলবুলে আক্রান্ত জেলাগুলো হচ্ছে- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষীপুর।’

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘অতিরিক্ত কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির পর যথাসম্ভব দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে।’

১৬টি জেলার ১০৩টি উপজেলায় ঝড়ের প্রভাব পড়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য মোতাবেক আক্রান্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর (মোট আবাদকৃত জমির ১৪ শতাংশ) এবং ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২২ হাজার ৮৩৬ হেক্টর (মোট আক্রান্ত জমির ৮ শতাংশ)। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২১২ টন।’

বন্যায় আক্রান্ত ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর জমির মধ্যে রোপা আমন ২ লাখ ৩৩ হাজার ৫৭৮ হেক্টর, সরিষা ১ হাজার ৪৭৬ হেক্টর, শীতকালীন সবজি ১৬ হাজার ৮৮৪ হেক্টর, খেসারি ৩১ হাজার ৮৮ হেক্টর, মসুর ১৯৫ হেক্টর, পান ২ হাজার ৬৬৩ হেক্টর এবং অন্যান্য ৩ হাজার ১২৬ হেক্টর জমি রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

বুলবুলে ফসলের ক্ষতি বাজারে প্রভাব পড়বে কি না-জানতে চাইল আব্দুর রাজ্জাক বলেন, ‘গত বোরো ও আমনে অতিরিক্ত উৎপাদন হয়েছিল। এবার আমন মাঠে যে ফসল আছে…ধান কাটা কেবল শুরু হয়েছে। আমার আশা করছি, খুব ভালো ফলন হবে। এ ক্ষতি বাজারে তেমন কোনো প্রভাবে ফেলবে বলে মনে করি না।’

কী পরিমাণ এবং কবে নাগাদ আর্থিক বরাদ্দ দেয়া হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরিষা পুনর্বাসন করা যাবে, বিএডিসির কাছে বীজ আছে, সরিষা বা খেসারি তারা আবার করতে পারবে। দক্ষিণাঞ্চলে শীতকালীন সবজিও খুব কম হয়। চুলচেরা হিসাব করার পর জানানো যাবে কত টাকা বরাদ্দ দেয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, ‘অনুমান করছি ৪৭ কোটি টাকা রোপা আমনে এবং ৭৯ কোটি টাকা সবজিতে ক্ষতি হবে।’

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ১০ নম্বর মহাবিপৎ সংকেত জারি করে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। ওইদিন গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ‘বুলবুল’। ১০ অক্টোবর সকালের দিকে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয়।

(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test