E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বিগুণ হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন লাইন

২০১৯ নভেম্বর ১৯ ১৮:৪৫:০৫
দ্বিগুণ হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন লাইন

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে সঞ্চালন লাইনও দ্বিগুণের বেশি করা হচ্ছে। দেশে বর্তমানে প্রায় ১১ হাজার ৩৩ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন থাকলেও তা বাড়িয়ে ২৩ হাজার কিলোমিটার করার মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এটি বাস্তবায়নে সময় নির্ধারণ করা হয়েছে ২০২৩ সাল পর্যন্ত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারে সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বলেন, বৈঠকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) একটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২৩ হাজার সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। কমিটি এ কাজ স্বচ্ছতার সঙ্গে করতে বলেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে রূপান্তরিত করতে দেশের সকল স্থানে ২০২০ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ-এর আওতায় আনার সুপারিশ করা হয়। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের সুপারিশ করে কমিটি।

সূত্র জানায়, বৈঠকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষমতা ২৩ হাজার সার্কিট কিলোমিটার উন্নীতকরণে গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় কমিটিকে জানানো হয় যে, পিজিসিবি কর্তৃক বাস্তবায়নাধীন ৪০০ কেভি, ২৩০ কেভি ও ১৩২ কেভি সঞ্চালন লাইনের ২০টি প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ বর্তমানে চলমান আছে। এছাড়া ২০২৫ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে ১১টি প্রকল্প পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৬টি প্রকল্প ২০২৩ সালের মধ্যে শেষ হবে। এ সময় ২৩ হাজার সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।

জানা যায়, বৈঠকে বিদ্যুৎ বিভাগের অধীন প্রতিষ্ঠানসমূহের প্রকল্প শেষে ক্রয়কৃত গাড়ির হালনাগাদ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় বৈঠকে জানানো হয় যে, আটটি প্রতিষ্ঠানের ৫৪টি সমাপ্ত প্রকল্পের মোটরসাইকেলসহ মোট গাড়ির সংখ্যা ৩৮০টি। বর্তমানে এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন দফতরে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে।

কমিটি মেয়াদোত্তীর্ণ প্রকল্পের যানবাহন যথাযথভাবে নিয়মানুযায়ী ব্যবহারের সুপারিশ করে। যানবাহনগুলো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না তা তদন্ত করে আগামী ৩০ জানুয়ারি সালের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার জন্য মো. আবু জাহিরকে আহ্বায়ক এবং মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও বেগম নার্গিস রহমানকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করে।

কমিটির নিকট তদন্তে যানবাহন ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হলে দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়।

বৈঠকে সমগ্র দেশে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় যে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আওতায় অক্টোবর ২০১৯ পর্যন্ত সারাদেশে ৩১ লাখ ৫ হাজার ৪১০টি প্রিপেইড/স্মাট প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। এছাড়া ও ২০১৯-২০ ও ২০২০-২১ সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম চলমান রয়েছে। কমিটি বিদ্যুৎক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে প্রিপেইড মিটার লাগানোর জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test