E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

২০১৯ নভেম্বর ২৭ ১৫:১৬:৩৯
নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে ডাকা যাত্রীবাহী লঞ্চে কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ওমর ফারুক কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বরিশালে চরমোনাই পীরের মাহফিলে অংশ গ্রহণে সুবিধা এবং শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। যাত্রীবাহী নৌযান চলাচল করবে, তবে মালবাহী নৌযানে কর্মবিরতি চলবে।’

কর্মবিরতির কারণে বুধবার সকাল থেকে সদরঘাটে কোন লঞ্চ চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন মিলে ঐক্য পরিষদ গঠন করে। গত ২৪ নভেম্বর সংবাদ সম্মেলনে তারা ২৭ নভেম্বর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে ঐক্য পরিষদ।

ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির জাগো নিউজকে বলেন, ‘সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল, কর্মবিরতি প্রত্যাহার ঘোষণার পর লঞ্চ ঘাটে আসতে শুরু করেছে। আশা করি, এখন সময়মত লঞ্চগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।’

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test