E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চার প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 

২০১৯ নভেম্বর ২৭ ১৮:০৯:০১
চার প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণসহ (তৃতীয় ধাপ) গুরুত্বপূর্ণ চারটি প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শেষ করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি চাই এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।

বুধবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করছে এমন প্রকল্পগুলো পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়।

চার প্রকল্পের মধ্যে বাকি তিন প্রকল্প হচ্ছে-অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, মুজিবনগর স্বাধীনতাযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স প্রকল্প এবং ৩৬০ ডিগ্রি প্যানোরোমা বাংলাদেশ প্রকল্প।

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি প্রকৌশলী এ এস এম আমিনুর রহমান, প্রখ্যাত ভাস্কর হাশেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test