E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামের প্রতিবন্ধী স্কুলছাত্র জাহিদকে হুইলচেয়ার দিলো ঢাকা ওয়াকিং ক্লাব

২০১৯ নভেম্বর ২৭ ১৮:২৯:৪১
কুড়িগ্রামের প্রতিবন্ধী স্কুলছাত্র জাহিদকে হুইলচেয়ার দিলো ঢাকা ওয়াকিং ক্লাব

স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের উলিপুর উপজে'লার দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামা'র গ্রামের প্রতিবন্ধী জাহিদ এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে একটা হুইল চেয়ার কিনে দেয়ার সামর্থ্য ছিলোনা তা কিনে দেয়ার। জাহিদের দুঃখ বুঝে তার ইচ্ছার প্রতিফলন ঘটালো ঢাকা ওয়াকিং ক্লাব নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান। আজ বুধবার জাহিদের হাতে তুলে দেয়া হয়েছে ঢাকা ওয়াকিং ক্লাবের দেয়া হুইলচেয়ারটি। 

পিতৃহারা জিসাদ হাসান জাহিদ (১২) জন্ম থেকেই প্রতিবন্ধি। পায়ের নিচের অংশে চিকন ও বাঁকা হওয়ায় হামাগুড়ি দিয়ে হাঁটতে হয় তাকে। বিধবা মা জাহানারা বেগম বাড়ির সামনে ঘর ভাড়া নিয়ে মুদি দােকান করে জীবিকা নির্বাহ করেন।

মা জাহানারা বেগম ছেলের জন্য একটি হুইল চেয়ারের আবদার করেছেন। ঢাকা ওয়াকিং ক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান সদূর প্রবাস থেকে বিষয়টি ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট ফারুক তপাদারের নজরে আনেন। এডভোকেট ঢাকা ওয়াকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ডঃ আবু নোমান মোহাম্মদ আতাহার আলীকে জানানোর সাথে সাথেই তিনি জাহিদকে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে ঢাকা ওয়াকিং ক্লাবের কুড়িগ্রাম জেলা কোঅর্ডিনেটর এর তত্বাবধানে ক্লাবের সদস্য কুড়িগ্রামের বাসিন্দা জনাব বেলাল হোসেন এর মাধ্যমে আজ জাহিদের বাড়িতে গিয়ে হুইলচেয়ারটি পৌঁছে দেয়া হয়।

হুইলচেয়ারটি পেয়ে জাহিদ আবেগআপ্লুত হয়ে যায়। সে জানাায়, আমা'র স্কুল যেতে খুব ক'ষ্ট হতো। এখন আর কষ্ট হবে না। জাহিদ এবং তার পরিবার ঢাকা ওয়াকিং ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

উল্লেখ্য ঢাকা ওয়াকিং ক্লাব আগেও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মস্তবাপুর উচ্চ বিদ্যালয়ের প্রীতিলতা এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চান্দ্রা বাজার এলাকার শুভ কে হুইলচেয়ার প্রদান করা হয়।

ক্লাবটি প্রতিবছর জাতীয় হাঁটা দিবস উদযাপনসহ হাঁটা নিয়ে বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

(আর/এসপি/নভেম্বর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test