E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবান্ন উৎসবে শিশুদের মন কেড়েছে বানর ও সাপের খেলা

২০১৯ নভেম্বর ২৮ ১৩:৫৪:৫৫
নবান্ন উৎসবে শিশুদের মন কেড়েছে বানর ও সাপের খেলা

স্টাফ রিপোর্টার : দেড় দশক আগেও গ্রামে ঘুরে ঘুরে সাপের খেলা, বানরের খেলা দেখানোর চল ছিল। তার আগে তো এগুলো বিনোদনের অন্যতম অনুষঙ্গই ছিল গ্রামাঞ্চলের মানুষের। হাট-বাজারেও হরহামেশা দেখা মিলত এই খেলাগুলোর। এখনও সেই চল আছে, তবে না থাকার মতো।

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুড়া নবান্ন উৎসব ১৪২৬’। এখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী বানর ও সাপের খেলা।

বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, বানর ও সাপের খেলার চারপাশে শিশুদের ভিড়। তাদের কেউ কেউ বানরের সঙ্গে করমর্দন করছে। আর সাপ দেখে অনেকে ভয় চিৎকার করে উঠছে। আবার ভয়ে ভয়ে কাছেও আসছে অনেক শিশু।

যারা খেলা দেখাচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার তিন দিনই বানর ও সাপের খেলা দেখাবেন তারা।

আয়োজকরা জানান, বৃহস্পতিবার সারাদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিনের সকাল শুরু হয়েছে একক লোকসঙ্গীত দিয়ে। এরপর পথনাটক করে চন্দ্রকলা থিয়েটার।

দুপুর সাড়ে ৩টায় একক আবৃত্তি করবেন মাসকুর-এ-সাত্তার কল্লোল ও তামান্না তিথী (গল্প বলা)। আবৃত্তি শেষে একক সঙ্গীতে অংশে নেবেন লোক সঙ্গীতশিল্পী অনিমা মুক্তি গোমেজ, রবীন্দ্র সঙ্গীতশিল্পী শ্যামল পাল ও চ্যানেল-আইয়ের সেরা কণ্ঠ খায়রুল ওয়ার্সি। এরপর দলীয় গান করবে সুর বিহার। দলীয় নৃত্য করবে গারো কালচারাল একাডেমি। বিশেষ পরিবেশনায় থাকবে মহুয়ার পালা (মানিকগঞ্জ)।

আগামী শুক্র ও শনিবারও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে প্রাণ চিনিগুড়া নবান্ন উৎসব ১৪২৬।

(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test