E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের শোক

২০১৯ ডিসেম্বর ০৩ ১৮:২৫:৪৮
ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের শোক

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” এর কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় মুক্তিযোদ্ধার সন্তান নেতৃবৃন্দ প্রয়াত ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, রওশন আরা বাচ্চু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অন্যতম সৈনিক ছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী নিজের জীবন বাজি রেখে যে সকল ছাত্র নেতারা তৎকালীন প্রাদেশিক সরকারের ডাকা ১৪৪ ধারা ভেঙ্গে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনে নেমেছিলেন, রওশন আরা বাচ্চু তাদের মধ্যে অন্যতম। সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিল নিয়ে এগুলে তিনি পুলিশের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন। তিনি একাধারে একজন রাজনীতি সচেতন ও শিক্ষানুরাগী মানুষ ছিলেন।

প্রগতির বাতিঘর ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর অবদান এই জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে তারা শোকবার্তায় উল্লেখ করেন।

(পিআর/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test