E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়দিন-থার্টি ফার্স্ট উদযাপনে সুনির্দিষ্ট ‘থ্রেট’ নেই

২০১৯ ডিসেম্বর ১৭ ১৬:১২:১২
বড়দিন-থার্টি ফার্স্ট উদযাপনে সুনির্দিষ্ট ‘থ্রেট’ নেই

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন এবং ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য বা থ্রেট নেই বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে প্রতিনিয়তই এখানে জাতীয় ও আন্তর্জাতিক নানা ইভেন্ট থাকে। গতকাল ১৬ ডিসেম্বর এমনই একটি ইভেন্ট ছিল। আপনারা দেখেছেন, সারাদেশের মানুষ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান উদযাপন করেছে।’

তিনি বলেন, ‘ঠিক তেমনি ২৫ ডিসেম্বর বাংলাদেশের বড়দিন উদযাপিত হবে। এই উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ও হামলার সুনির্দিষ্ট গোয়েন্ডা তথ্য নেই। তবে সবাই যাতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠান উদযাপন করতে পারে, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদযাপনের প্রথম প্রহরকে ঘিরেও কোনো হুমকি নেই। তবে আমরা এখনও গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, থ্রেট অ্যাসেসমেন্ট করছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা করছি।’

হলি আর্টিসানে জঙ্গি হামলার উদাহরণ টেনে মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিসানে হামলার পর একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়। বিদেশিদের নিহতের কারণে মেট্রোরেলের কাজও বন্ধ ছিল। তবে আমরা সেই পরিস্থিতি উত্তরণ করেছি। ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে একের পর এক অপারেশন করেছি। তাদের (জঙ্গি) নিয়ন্ত্রণ করতে পারলেও পুরোপুরিভাবে নিশ্চিহ্ন বা নির্মূল করতে পারিনি। তবে আমি মনে করি, বাংলাদেশের যে যেখানে আছে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে তাদের নির্মূল করতে পারব।’

অনুষ্ঠানে ক্র‍্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test