E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবসে শিলাইদহে নেই কোনো আয়োজন

২০১৪ আগস্ট ০৬ ১৩:০২:১০
রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবসে শিলাইদহে নেই কোনো আয়োজন

কুষ্টিয়া প্রতিনিধি : আজ বুধবার ২২ শ্রাবণ। বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য সাধক পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম মৃত্যুবার্ষিকী।

দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতি বছরের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করলেও এবার কোনো অনুষ্ঠান থাকছে না কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে শিলাইদহের কুঠিবাড়িতে যেখানে পা ফেলার জায়গা থাকে না সেখানে কবির মহাপ্রয়াণ দিবসে কবির স্মরণে কোনো আয়োজন করা হচ্ছে না বলে রবীন্দ্র প্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
কুষ্টিয়ার রবীন্দ্র প্রেমী আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম জানান, কুঠিবাড়িতে কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান যেভাবে পালন করা হয় সেভাবে কবির মহাপ্রয়াণ দিবসও সরকারি পালনের দাবি জানান।
শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেছুর রহমান জানান, মৃত্যুবার্ষিকীতে বড় ধরণের কোনো অনুষ্ঠান নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি কবির মহাপ্রয়াণ দিবস পালনেও উদ্যোগ নেয়া হবে রবীন্দ্র ভক্তদের এমনটাই প্রত্যাশা।
(কেকে/এএস/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test