E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল : রিটার্নিং কর্মকর্তা

২০১৯ ডিসেম্বর ২৯ ১৫:১৩:০৬
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল : রিটার্নিং কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সিটি কর্পোরেশনটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কতা দেন।

আবুল কাশেম বলেন, ‘নির্বাচন উপলক্ষে রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিলও হতে পারে।’

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।

ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেন, ২৮ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৫৬ জন এবং সংরিক্ষত আসনে ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এবার ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন সম্পূর্ণভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে করা হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, উত্তরের জন্য আটটি স্থানে ইভিএম পাঠানো হয়েছে। ইভিএমের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত রয়েছে। ইভিএম রাখার জায়গা সিলগালা করা হয়েছে। ভোটের ১-২ দিন আগে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, তা ভোটারদের দেখানো হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test