E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদেশে বাংলাদেশের সব মিশনকে মুজিববর্ষ পালনের নির্দেশ

২০২০ জানুয়ারি ০১ ১৭:০৮:০৩
বিদেশে বাংলাদেশের সব মিশনকে মুজিববর্ষ পালনের নির্দেশ

স্টাফ রিপোর্টার : বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনকে স্বাগতিক দেশের সরকার, সুশীল সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুজিববর্ষ পালনের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১ জানুয়ারি) বিদেশের বাংলাদেশের মিশন প্রধানদের কাছে লেখা এক চিঠিতে এ নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ পালন আমাদের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি জাতি হিসেবে আমাদের পরিচয়, বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।

মুজিববর্ষকে সম্প্রতিকালে বাংলাদেশের অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি বিরাট সুযোগ হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বিশ্বের সব দেশের সরকার, ব্যবসায়ী মহল, সুশীল সমাজ এবং জনগণের কাছে বাংলাদেশের সাফল্য তুলে ধরার মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরও সক্রিয় ভূমিকা রাখতে বৈদেশিক মিশনসমূহকে নির্দেশনা দেন।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বছরে আমাদের প্রবৃদ্ধি ৮.১৫ শতাংশ এবং অচিরেই বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ১০ শতাংশের কোঠা স্পর্শ করবে। গত একদশকে বাংলাদেশের জিডিপি ১৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বেড়েছে সাড়ে তিনগুণ এবং বর্তমানে তা প্রায় ২০০০ মার্কিন ডলার।

তিনি জানান, বর্তমানে আমাদের জিডিপি ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০০৯ সালে ছিল মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার। রফতানি আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে আজ ৪০.৫৩ বিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে। গত দেড় দশকে বিনিয়োগ-জিডিপির শতকরা হার ২৬ ভাগ থেকে বেড়ে ৩১.৫ ভাগে উন্নীত হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০১, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test