E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘স্বনির্ভর জাতি গঠনে তৃণমূলে নারীর ক্ষমতায়ন জরুরি’

২০২০ জানুয়ারি ০৭ ১৭:২৫:১০
‘স্বনির্ভর জাতি গঠনে তৃণমূলে নারীর ক্ষমতায়ন জরুরি’

স্টাফ রিপোর্টার : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তৃণমূলে নারী ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি গড়া সম্ভব। আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর মা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ- ২০২০ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত ‘পুনাক বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে পুনাক সদস্যরা কাজ করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নব ক্ষেত্রসমূহে নব উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

যুগোপযোগী ও মনোমুগ্ধকর এমন একটি সমাবেশ ও আনন্দমেলা আয়োজনের জন্য স্পিকার পুনাককে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সকলকে সৃষ্টিশীল কজে অনুপ্রাণিত করবে। স্পিকার এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান ও পুনাকের স্টল পরিদর্শন করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। নারী পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। নারী উদ্যোক্তা তৈরি ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে পুনাক আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেগম লুৎফুল তাহমিনা খান, বিজিএমই-এর সভাপতি ড. রুবানা হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিরীন ইসলাম, তুহিন সালমসহ পুনাকের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের নারী সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test