E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিবন্ধীদের তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালার খসড়া চূড়ান্ত

২০২০ জানুয়ারি ২৬ ১৬:১০:৫৬
প্রতিবন্ধীদের তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালার খসড়া চূড়ান্ত

স্টাফ রিপোর্টার : ‘প্রতিবন্ধী ব্যক্তির তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালা-২০২০’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এটি চূড়ান্ত করা হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নীতিমালার পটভূমিতে বলা হয়েছে যে, দেশের সংবিধানে বর্ণিত ‘সকলের সমান অধিকার, মানবসত্তার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার এবং ‘ইউনাইটেড ন্যাশন্স কনভেনশন অন দ্য রাইটস অব দ্য পার্সন ডিজঅ্যাবিলিটিস’ এর অনুসমর্থন বাস্তবায়নে প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ প্রণীত হয়েছে। এ আইন অনুযায়ী প্রতিবন্ধীদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের নির্দেশনা থাকায় ২০১৩ সাল থেকে সকল প্রতিবন্ধীর তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য নিয়মিতভাবে ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি’ পরিচালিত হচ্ছে। প্রতিবন্ধীদের তথ্য সংগ্রহের জন্য ওয়েবসাইট অ্যাপ্লিকেশনসহ ‘ডিজঅ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম (ডিআইএস)’ এর আওতায় একটি ওয়েবসাইট (www.dis.gov.bd) চালু করা হয়েছে, যা প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে।

কিন্তু বিভিন্ন সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ ও সংস্থার প্রতিবন্ধী ব্যক্তিদের এ তথ্য ভাণ্ডার ব্যবহারের চাহিদার প্রেক্ষিতে একটি তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের ছবিসহ তথ্যসম্বলিত তথ্যভাণ্ডার প্রস্তুত করে যাবতীয় তথ্যাবলী সকল প্রশাসনিক মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগীকরণ ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি’এর অন্যতম উদ্দেশ্য। এ উদ্দেশ্য পূরণে তথ্য-উপাত্ত ব্যবহারের পথ সুগম করার জন্যই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

ছয়টি অনুচ্ছেদ সম্বলিত এ নীতিমালা কার্যকর হলে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তির পক্ষে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সহজলভ্য হবে বলে সমাজকল্যাণমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণাল সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রতিনিধিরা খসড়াটি চূড়ান্তকরণে তাদের মতামত ও পরামর্শ দেন। এর আগেও খসড়াটি প্রণয়নে একাধিক সভা অনুষ্ঠিত হয় এবং ১১টি মন্ত্রণালয়ের মতামত নেয়া হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test