E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মারামারি নয়, ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে : ইসি সচিব

২০২০ জানুয়ারি ২৬ ১৭:৩৪:৪৭
মারামারি নয়, ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে : ইসি সচিব

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বরাত দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘মারামারি বলতে যেটা বোঝায়, সেটা নয়। একটা ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে’।

ইসি সচিব বলেন, ‘পুলিশের রিপোর্টে দেখলাম, মারামারি বলতে যেটা বোঝায়, সেটা নয়। দুই গ্রুপই পুলিশকে না জানিয়ে মিছিল নিয়ে দুই দিক থেকে আসে। তারা এক মোহনায় মিলিত হয়েছে। তখন একটা ধাক্কাধাক্কি অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে যে, আমাদের যদি আগে জানানো হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।’

উল্লেখ্য, রবিবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেশ কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এসপি/জানুয়ারি ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test