E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ডিসেম্বরে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়কের কাজ শুরু

২০১৪ আগস্ট ০৭ ১৪:৪১:৩২
ডিসেম্বরে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়কের কাজ শুরু

স্টাফ রির্পোটার : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন উত্তরাঞ্চলের সঙ্গে দেশের একমাত্র সরাসরি সড়ক যোগাযোগ করিডোর জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গার ৭০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নিতকরণে আগামী ডিসেম্বরে কার্যাদেশ দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ৩ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কার্যাদেশ তথা ফিজিক্যাল কাজ শুরু করা হবে।
ওবায়দুল কাদের বলেন, সড়কটি সার্ক হাইওয়ে করিডোর-৪, এশিয়ান হাইওয়ে-২ এবং এশিয়ান হাইওয়ে-৪১ এর অংশ। উত্তরাঞ্চলের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ উন্নতকরণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০১৩ সালের ২৩ এপ্রিল অনুমোদিত হয় জানিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে জিওবি এক হাজার ১২৩ কোটি ১২ লাখ এবং সাহায্য ব্যয় এক হাজার ৮৪৩ কোটি ৬৮ লাখ টাকা।
চারলেনের সড়কে ধীর গতির যানবাহনের জন্য আলাদা লেন ছাড়াও ৫টি ফ্লাইওভার, ২৬টি সেতু এবং ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় চারটি কন্ট্রাক্ট প্যাকেজের মাধ্যমে সড়কটি উন্নয়ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার অংশটি আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং অন্য প্যাকেজগুলো এশীয় উন্নয়ন ব্যাংক ও ওপেক ফান্ডের আওতায় উন্নয়ন করা হবে।
(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test