E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভোট পুনঃগণনায় বদলে গেল ৩১ নম্বর ওয়ার্ডের ফল

২০২০ ফেব্রুয়ারি ১০ ১৭:২৫:১০
ভোট পুনঃগণনায় বদলে গেল ৩১ নম্বর ওয়ার্ডের ফল

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীদের ভোটের ফল পরিবর্তনের যে অভিযোগ উঠেছিল, তা সত্য প্রমাণিত হয়েছে। ভোট পুনঃগণনায় সেখানে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন ‘ঝুড়ি’ প্রতীকের শেখ মোহাম্মদ আলমগীর। এর আগে কাউন্সিলর পদে জয়ী ঘোষিত হয়েছিলেন ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীকের প্রার্থী জুবায়েদ আদেল।

ভোট পুনঃগণনার পর ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে শেখ মোহাম্মদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ ফল ঘোষণা করেন। ফল বদলে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে দায়ী করেছেন রিটার্নিং কর্মকর্তা। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছিল ডিএসসিসি ও ডিএনসিসিতে।

ইসি সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে বেসকারিভাবে এ ওয়ার্ডে ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীকের প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তাই। এরপর অভিযোগ ওঠে, নির্বাচনী কর্মকর্তারা ফল পরিবর্তন করে শেখ আলমগীরের পরিবর্তে জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করে ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। ফল স্থগিতের আট দিনের মাথায় সোমবার জুবায়েদ আদেলের পরিবর্তে শেখ মোহাম্মদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করলেন রিটার্নিং কর্মকর্তা।

পুরান ঢাকার লালবাগ ও বংশাল এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডের কাউন্সিলর পদে আরও প্রার্থী ছিলেন হাজী এ এম কাইয়ুম (রেডিও) ও ইরোজ আহমেদ (ঘুড়ি)।

আবদুল বাতেন জানান, আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে (কেন্দ্র-৫২০) ঝুড়ি প্রতীকে পড়েছিল ৪৩৯ ভোট, আর ঘুড়ি প্রতীকে পড়েছিল ২০২ ভোট। কিন্তু সেটির উল্টো ফল আসে। ফলে টিফিন ক্যারিয়ারের প্রার্থী জিতে গিয়েছিলেন। পরে ঝুড়ি প্রতীকের প্রার্থী অভিযোগ দেয়ার পর এটি যাচাই করা গেছে, প্রার্থী ও প্রিসাইডিং কর্মকর্তার ফল ভিন্ন। পরে আমরা বাধ্য হয়ে ফল স্থগিত করেছি। পাশাপাশি বিধি ও আইন দেখেছি। প্রিসাইডিং কর্মকর্তা বলেছেন, তিনি লিখতে ভুল করেছেন। তিনি লিখিতও দিয়েছেন সেটি। ইভিএমের ফলই সত্য, আর প্রিসাইডিং অফিসার যেহেতু শিকার করেছেন, ভুল হয়েছে; তাই আমরা ইভিএমের ফলাফলই গ্রহণ করেছি।

রিটার্নিং কর্মকর্তার আরও বলেন, ‘৩১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর (ঝুড়ি) ২৪৭২ ভোট, জুবায়েদ আদেল (টিফিন ক্যারিয়ার) ২৪৪৫ ভোট, এ এম কাইয়ুম (রেডিও) ৭২৩ ভোট ও ইরোজ আহমেদ (ঘুড়ি) ১৪৩৮ ভোট পেয়েছেন। যেহেতু শেখ মোহাম্মদ আলমগীর ঝুড়ি প্রতীকে ৯টি কেন্দ্রে সর্বোচ্চ ২৪৭২ ভোট পেয়েছেন, সেজন্য আমি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করলাম।’

এ সময় উপস্থিত ছিলেন আগে বিজয়ী ঘোষিত প্রার্থী জুবায়েদ আদেল। তিনি বলেন, ‘এই ফলাফল আমি মানি না। কারণ আমাকে আগে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। আমাকে এ সংক্রান্ত কাগজও দেয়া হয়েছে। আমি আদালতে যাব।’

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test