E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার

২০২০ ফেব্রুয়ারি ১২ ১৮:১৫:৪৫
পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গার সৌদি আরব যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি বাংলাদেশে ফেরত আসেনি বলেও দাবি করেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন জানান, সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। সেখানে আমাদের দূতাবাস এবং সৌদি সরকার কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানালে আমরা এর প্রতিবাদ করব।

তিনি বলেন, সৌদিতে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন যাদের কাজ নেই। এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। সৌদি বা অন্য কোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি।

কক্সবাজার থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের বিষয়ে মন্ত্রী বলেন, পাচারকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test