E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'একটি বিশেষ মহলের সাথে আঁতাত করে শ্রমিকরা আন্দোলন করছে'

২০১৪ আগস্ট ০৭ ১৯:০৬:০৯
'একটি বিশেষ মহলের সাথে আঁতাত করে শ্রমিকরা আন্দোলন করছে'

স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজনৈতিক ইন্দনের কারণে তোবা গ্রুপের শ্রমিকরা তাদের মূল দাবি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, শ্রমিকদের মূল দাবি তাদের বেতন পাওয়া। সেটি পাওয়ার সব ব্যবস্থা সরকার করেছে। কিন্তু তারপরেও কেন তারা পাওনা না নিয়ে আন্দোলন করছে।

বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে পোশাক মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম শ্রমিকরা মে ও জুন মাসের বেতন পাবে ৬ আগস্ট। আর জুলাই মাসের বেতন পাবে ১০ আগস্ট। এ ছাড়া আরও যেসব টাকা বকেয়া আছে সেগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে। কিন্তু শ্রমিকরা সে বিষয়টিকে আমলে না নিয়ে তারা রাজনৈতিক একটি বিশেষ মহলের সাথে আঁতাত করে আন্দোলন করছে।

মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। তারাই শ্রমিকদের বেতন ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে।

(ওএস/অ/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test