E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ বছরে ক্যাডার পদে নিয়োগ ৩০ হাজার

২০২০ ফেব্রুয়ারি ১৭ ১৮:১৪:১৯
১০ বছরে ক্যাডার পদে নিয়োগ ৩০ হাজার

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, 'জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩০ হাজার ৩০১ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া পিএসসি জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৬৭ হাজার ২০৩ জনকে সুপারিশ করেছে।'

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'দেশে বর্তমানে ১৫৩ জন নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে মাঠ পর্যায়ে ২৮তম, ২৯তম, ৩০তম ও ৩১তম ব্যাচের কর্মকর্তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত ব্যাচসমূহের কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির সময় হয়নি বিধায় পদোন্নতির জন্য অপেক্ষারত কেউ নেই।'

এ সময় মন্ত্রী নারী ইউএনও'র তালিকা সংসদে তুলে ধরেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test