E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকার যানজটের সমাধান হতে পারে দায়িত্বের বিকেন্দ্রীকরণ 

২০২০ ফেব্রুয়ারি ২৩ ১৫:৫৫:৫৩
ঢাকার যানজটের সমাধান হতে পারে দায়িত্বের বিকেন্দ্রীকরণ 

স্টাফ রিপোর্টার : যানজটের চাপ কমাতে ঢাকার বাইরে সরকারি অফিস বাড়ানোর পাশাপাশি ক্ষমতা ও দায়িত্ব বিকেন্দ্রীকরণ করা যেতে পারে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ‘দ্য ফিউচার প্ল্যানিং অব আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা’ শীর্ষক বিশেষায়িত সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে বিকেন্দ্রীকরণ একটা পথ হতে পারে। ক্ষমতা, দায়িত্বের বিকেন্দ্রীরণ করতে হবে। সিলেটের বিষয়ের দায়িত্ব সিলেটেই শেষ করতে হবে। রংপুরের দায়িত্ব রংপুরে যারা বসবে তারাই করবে। এই গুলো যদি আমরা সাহসের সাথে করতে পারি তাহলে আমার মনে হয় এখানে একটা সম্ভাবনা আছে যানজট কিছুটা কমার।’

এসময় যানজট কমাতে সবাইকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান মন্ত্রী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরবান হ্যাবিট্যাট কনসালট্যান্টসের চেয়ারম্যান স্থপতি পরিকল্পনাবিদ তানউইর নেওয়াজ।

প্রবন্ধে বলা হয়, ২০৫০ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে প্রায় ৫ কোটি। এতে করে বিপুল জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থা আগের চেয়েও বেহাল দশা হবে। অবস্থার উন্নয়নে পথচারী বান্ধব যাতায়াত ব্যবস্থা, বৃত্তাকার নৌপথ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। মুক্ত আকাশ ম্যাগাজিনের আয়োজনের সেমিনারে আরো উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ম্যাগাজিনটির সম্পাদক মো. শামসুল আকাশ প্রমুখ।

(এসপি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test