E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পদ্মায় মানুষের হাহাকার অত্যন্ত দুঃখজনক: সুরঞ্জিত

২০১৪ আগস্ট ০৮ ১৫:৫৫:০৭
পদ্মায় মানুষের হাহাকার অত্যন্ত দুঃখজনক: সুরঞ্জিত

স্টাফ রিপোর্টার : পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় পদ্মা পাড়ে মানুষের হাহাকার অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই দেশে লঞ্চ ডুবি বন্ধ হবে।

প্রয়াত সাংবাদিক বেবী মওদুদ ও চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

সুরঞ্জিত বলেন, পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় পদ্মা পাড়ে মানুষের হাহাকার অত্যন্ত দুঃখজনক। এতো বিজ্ঞান ও প্রযুক্তি থাকা সত্ত্বেও লঞ্চটি খুঁজে পাওয়া যায়নি। এটি সকলের জন্য ব্যর্থতা।

তিনি বলেন, এখন পর্যন্ত হাজার দেড়েক মানুষ লঞ্চডুবির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনা বন্ধ না হওয়ার পেছনে তিনি ফিটনেসবিহীন লঞ্চ চলাচলকে দায়ী করেন।

তিনি আরো বলেন, মেরিটাইম কোর্টে প্রচুর মামলা রয়েছে। এগুলোর একটিরও বিচার হয় না।

অবিলম্বে পিনাক-৬ লঞ্চটি খুঁজে বের করার দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, এটা আমাদের আওয়ামী সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এজন্য আরো দায়িত্ব নিতে হবে।

তোবা গার্মেন্টস প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, সকলেই ভালোভাবে ঈদ করলেন। তোবা গার্মেন্টস কর্মীরা পারলেন না। নৌ-পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে বিজিএমইএ যে উদ্যোগ নিলো, তা আরো আগেই হওয়া উচিত ছিলো। তাহলে এ পরিস্থিতি হতো না।

(ওএস/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test