E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য আটক

২০২০ ফেব্রুয়ারি ২৯ ১৮:১৪:৪৭
আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য আটক

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাবনা থেকে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র ইসলামী জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-২। এসময় উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, উগ্র জঙ্গীবাদ ছড়ানো বই ও ভিডিও সামগ্রী উদ্ধার করা হয়।

শুক্রবার রাত থেকে শনিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পাবনা সদর থানাধীন চরঘোষপুর হতে সাকিব আল ইমতিহান (২১) ও পাবনা শহরের নিউমার্কেট সংলগ্ন দিলালপুর হতে নাজমুস সাদাত ফাহিমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়,চলতি বছরের ৩০ জানুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ ও সিলেট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আত্মঘাতী ৪ সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। সে সূত্র ধরেই র‌্যাব-২ অনুসন্ধান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাব আরও জানায়, আটককৃত সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম এর সাথে সরাসরি যুক্ত।ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছিল। তার বড় ধরণের নাশকতার পরিকল্পনা আঁটছিলো। আসামিদের মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং-৬৬ তারিখ-৩০/০১/২০২০ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী /২০১৩) এর ৬ এর (২)/৮/৯/১০/১২/১৩ আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী হওয়ায় তাদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test