E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবসরের বয়স ন্যূনতম ৪ বছর না থাকলে বিদেশে না পাঠানোর সুপারিশ

২০২০ মার্চ ০৪ ১৬:১৪:২১
অবসরের বয়স ন্যূনতম ৪ বছর না থাকলে বিদেশে না পাঠানোর সুপারিশ

স্টাফ রিপোর্টার : সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর ক্ষেত্রে অবসরের বয়স ন্যূনতম চার বছর রয়েছে এমন শর্ত যুক্ত করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। প্রশিক্ষণের অভিজ্ঞতা যাতে কাজে লাগে সেজন্য এ সুপারিশ করেছে বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত/সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বেসমরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি এবং মুজিববর্ষ উদযাপন প্রস্তুতির অগ্রগতি বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, কক্সবাজারকে বিশ্বের মানচিত্রে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং প্রতিবেশী দেশ বিশেষত ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, চীনের কুনমিংয়ের সঙ্গে আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতের কাজ চলমান রয়েছে।

এছাড়া পাঁচ তারকা হোটেলে গান পরিবেশনকারী শিল্পীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি।

পাশাপাশি বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাইভেট ও কমার্শিয়াল এয়ারক্রাফট পার্কিং সুবিধা বৃদ্ধি, বৈরী আবহাওয়ায় পার্কিং এয়ারক্রাফটসমূহের শেল্টার সুবিধা এবং এয়ারক্রাফটসমূহের রুটিন সার্ভিসিং ও মেরামত কাজের সুবিধা সৃষ্টির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার এপ্রোন নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test