E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাপিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে সংবাদ অসত্য

২০২০ মার্চ ০৫ ১৮:৩৯:১৪
পাপিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে সংবাদ অসত্য

স্টাফ রিপোর্টার : নারীজনিত অনৈতিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেফতার শামিমা নূর পাপিয়ার সঙ্গে নাম জড়িয়ে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে সম্মানহানিকর, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ গণমাধ্যমে পরিবেশিত হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটাকে দণ্ডনীয় অপরাধ বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ‘কতিপয় প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন-সংক্রান্ত’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এমন সংবাদ প্রকাশকে দণ্ডনীয় অপরাধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র‌্যাব শামিমা নূর পাপিয়া ওরফে পিউ, স্বামী মফিজুর রহমান ওরফে সুমনসহ চারজনকে গ্রেফতার করে। তিনি (পাপিয়া) গ্রেফতার হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর এবং সম্মানহানিকর সংবাদ পরিবেশিত হচ্ছে।’

‘যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং এতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম জড়িয়ে অযথা সম্মানহানিকর, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

(ওএস/এসপি/মার্চ ০৫, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test