E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুজিববর্ষে বাংলাদেশ হোক অসাম্প্রদায়িক সম্প্রীতির’

২০২০ মার্চ ০৬ ১৬:৪৮:০৫
‘মুজিববর্ষে বাংলাদেশ হোক অসাম্প্রদায়িক সম্প্রীতির’

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকীতে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ঢাকা আগমন উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পষিদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, ডেপুটি এ্যাটর্নী জেনারেল বাংলাদেশ এডভোকেট এস এম নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এম এ ভাসানী, জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ইসলামিক চিন্তাবিদ ক্বারী মাওঃ আসাদুজ্জামান, কেএসপি’র সভাপতি সিরাজুল ইসলাম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, পিপলস ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, নারীনেত্রী লিজা রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির ভাষণে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন- পাকিস্তানের শোষন শাষন নির্যাতনের প্রতিবাদে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এ্ই বাংলাদেশটির আদর্শ অসাম্প্রদায়িক ক্ষুধা দারিদ্র নির্যাতন মুক্ত একটি বিশ্ব মানের মানবিক বাংলাদেশ।

মুজিববর্ষকে লক্ষ করে বাঙালি জাতির বিশ্ব নেতৃবৃন্দকে স্বাগতম জানাবে এবং বাংলাদেশ যে একটি বিশ্বমানের আধুনিক মানবিক সম্প্রীতির বাংলাদেশ তা প্রমাণ করবে। সেই কারণে আজ আমরা বিশ্ববাসীকে জানাতে চাই। আপনারা আমাদের বাংলাদেশে আসুন এবং দেখে যান বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। যেই বাংলাদেশের জাতির ধর্ম বর্ণ গোত্র সবাই সমান অধিকার এবং ভ্রাতৃত্বসহকারে বসবাস করতেছে। আর এই মানবিক বাংলাদেশের যারা বিদেশী মেহমান নিয়ে জটিলতা করতে চায় তাদেরকে আমরা বলতে চাই, মুজিববর্ষে কোন প্রকারের অস্থীতিশীল করা মেনে নিবে না জাতি। যারা এই কাজ করতে চান তারা মুজিববর্ষকে ধারণ করুন এবং ঐক্যবদ্ধভাবে সবাই মিলে মিশে মুজিববর্ষ উৎযাপন করুন। ইহার ব্যত্যায় হলে বাঙালি জাতি মেনে নিবে না।

লায়ন গণি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। আবার যদি আমাদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ ক্ষুধা দারিদ্রম্ক্তু বাংলাদেশ গড়ার জন্য যুদ্ধ করতে হয় তাও আমরা করবো এবং বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের বাংলাদেশ গড়বো।

সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গন্ধুর নেতৃত্বে ৬৯ ৭০ এবং ৭১ এ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছি সেই একই ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত পরিবেশের মানবিক বাংলাদেশ গড়বো।

(পিআর/এসপি/মার্চ ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test