E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীকে ‘মুজিবনগর’ করার দাবি

২০২০ মার্চ ১৬ ১৫:৪৪:৩১
রাজধানীকে ‘মুজিবনগর’ করার দাবি

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামনুসারে রাজধানী ঢাকার নাম ‘মুজিবনগর’ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

সোমবার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় দলটি।

বক্তারা বলেন, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীনতা পেতাম না, সেখানে ঢাকা শহরকে ‘মুজিবনগর’ করা কোনো ব্যাপার না। এটা খুব ছোট দাবি। এ দাবি অনেক আগেই হওয়া উচিত ছিল।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম ছিল মুজিবনগর। তাই ঢাকাকে মুজিবনগর নামকরণ যথার্থ। আমরা এটাও জানি যে, ঢাকার একটা অংশের নাম ‘শেরে বাংলা নগর’। বিগত কয়েক বছরে ঢাকার অনেক উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে। ঢাকার প্রধান যে অঞ্চলটা আছে, তার নাম অবশ্যই মুজিবনগর হতে পারে।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, সহ-সভাপতি স্বপন কুমার সাহা, এনডিপি’র মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

(ওএস/পিএস/মার্চ ১৬, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test