E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি মুক্তিযোদ্ধার সন্তান কমিটির

২০১৪ আগস্ট ০৯ ১৫:৩৬:১৪
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি মুক্তিযোদ্ধার সন্তান কমিটির

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর নেতারা।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

এ সময় তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার যারা ষড়যন্ত্র করেছে তাদের চেহারা জাতির সামনে এখনো উন্মোচিত হয়নি। ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ফলে তারা রাজনৈতিক স্রোতের সাথে মিশে গিয়ে রাজনীতিকে কলুষিত করছে। এরাই পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি জাতীয় কমিশন গঠন করে এর রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, হত্যাকারীদের মতো তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবিও জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, ডা. সুব্রত ঘোষ, সহ-সভাপতি শফিউল বারী রানা, যুগ্ম-সম্পাদক হারুন-অর রশিদ রনি, আল-আমিন মৃদুল, সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুল ইসলাম মুন্না, সৈয়দ দিদারুল ইসলাম, আজহারুল ইসলাম, ম. আ. এমরান সিকদার, কামরুল ইসলাম রাসেল, মাহমুদুল হাসান রুবেল, শেখ আনিসুর রহমান, ডা. আব্দুর রহিম, আবির মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহবায়ক আবু তাহের।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test