E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তোবা ইস্যুতে সংসদে ত্রিপক্ষীয় বৈঠক

২০১৪ আগস্ট ০৯ ১৮:২০:০৬
তোবা ইস্যুতে সংসদে ত্রিপক্ষীয় বৈঠক

স্টাফ রিপোর্টার : তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধ ইস্যুতে উদ্ভুত পরিস্থিতি সমাধানে শ্রমিক-সরকার-বিজিএমইএ’র মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক চলছে।

শনিবার বিকেল চারটায় এ বৈঠক শুরু হয়।

বিজিএমইএ সূত্রে জানা যায়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিজিএমইএ, সরকার ও শ্রমিকপক্ষের মধ্যে সমস্যা সমাধানে আলোচনা হয়।

বিষয়টি সম্পর্কে বিজিএমইএ’র সহসভাপতি (অর্থ) রিয়াজ-বিন মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর টকমকে বলেন, তোবা ইস্যু নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। শ্রমিক পক্ষের অনেকেই এসেছেন।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test