E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি ত্রাণের সুবিধাভোগী ৭ কোটি লোক : ত্রাণ মন্ত্রণালয়

২০২০ এপ্রিল ২৩ ১৬:৩৮:১৩
সরকারি ত্রাণের সুবিধাভোগী ৭ কোটি লোক : ত্রাণ মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সাধারণ ছুটির মধ্যে ইতোমধ্যে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ দেয়া শুরু করেছে সরকার। সারাদেশে ২ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৬২২ পরিবারের ৬ কোটি ৭৯ লাখ ৯১ লাখ ৯১৩ জন (প্রায় ৭ কোটি) মানুষ এই ত্রাণের সুবিধাভোগী বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, 'করোনাভাইরাসের মতো দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআর (গ্র্যান্ট রিলিফ) চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৪৮০ টন। বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ টন। বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০টি এবং উপকারভোগী লোকসংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন।'

'৬৪ জেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা । এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মোট লোকসংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন।'

'শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি এবং লোকসংখ্যা ২ কোটি ৫৬ লাখ ১১৯ জন।‘

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test