E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে ঢোকার পথেই হবে এবোলা পরীক্ষা 

২০১৪ আগস্ট ১০ ১৮:১১:২৬
বাংলাদেশে ঢোকার পথেই হবে এবোলা পরীক্ষা 

স্টাফ রিপোর্টার, ঢাকা : ইবোলা প্রতিরোধে ৯০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে ইবোলা প্রতিরোধে চিকিৎসক দল কাজ করবে।

ইবোলা ভাইরাস প্রতিরোধে একটি অ্যাকশন কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এ কমিটি কাজ করবে।

রবিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, লাইবেরিয়া, গিনি, নাইজেরিয়া ও সিয়েরালিওনে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইবোলা ভাইরাস প্রতিরোধে বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমরা ৯০ দিনের কর্মসূচি হাতে নিয়েছি।

প্রাণঘাতী ইবোলা ভাইরাস আফ্রিকা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সতর্কতা জারি করেছে। এই রোগে আক্রান্তদের মৃত্যের হার ৯০ শতাংশ।

দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে চিকিৎসক দল কাজ করবে। এ দলে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি থাকবেন বলে জানান মন্ত্রী।

চিকিৎসক দলের কার্যক্রম সমন্বয় ও তদারকি করবে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে গঠিত অ্যাকশন কমিটি।

(ওএস/অ/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test