E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবারও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’

২০২০ এপ্রিল ২৬ ১৭:১২:৩৭
এবারও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম তদারকিতে এবারও উপ-সচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করতে যাচ্ছে সরকার।

এ সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিব/সিনিয়র সচিবের কাছে রবিবার (২৬ এপ্রিল) চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু মশকের আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গত বছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ কার্যক্রমে সার্বিক সমন্বয়র জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগ হতে কর্মকর্তাদের নাম পাঠানোর বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়।

তাই সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপ-সচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে ([email protected]) সফট কপি পাঠানোর জন্য বলা হয় চিঠিতে।

(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test