E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমাজকল্যাণ মন্ত্রীর দুঃখ প্রকাশ

২০১৪ আগস্ট ১০ ২০:২২:২৫
সমাজকল্যাণ মন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিকদের প্রতি দেওয়া বক্তব্যের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

বিবৃতিতে বলা হয়, ‘আমি কথাগুলি সকল সাংবাদিকদের উদ্দেশে বলিনি। আমি বিশ্বাস করি সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় জড়িত মানুষজন সৎ ও নির্ভীক জীবন যাপন করেন। এই পেশায় সংশ্লিষ্ট অনেক দেশবরণ্য সাংবাদিক আমার অত্যন্ত ঘনিষ্ট বন্ধু।’

বিবৃতিতে মন্ত্রী দাবি করেন, ‘আমার দেওয়া বক্তব্যের শুরুতে মঞ্চে যাওয়ার সময় সামনে উপবিষ্ট কতিপয় সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে টিপ্পনী কাটছিল। আমি ওইসব কথা শুনে সইতে না পেরে হঠাৎ কিছুটা রেগে যাই এবং স্থানীয় কতিপয় সাংবাদিকদের উদ্দেশে কিছু কথা রাগত অবস্থায় বলি। আমার বলা কথাগুলো বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয় যা দেখে আমি কষ্টবোধ করছি।’

তিনি বলেন, ‘মূলত, আমার বলা কথাগুলো ছিল কেবল দুই একজন স্থানীয় কতিপয় সাংবাদিকদের উদ্দেশে যারা গত কয়েকদিন ধরে আমার বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করছিলেন। কিন্তু আমার বলা কথাগুলো থেকে দেশের সাংবাদিকগণ আহত হয়েছেন দেখে আমি ভীষণভাবে ব্যথিত ও কষ্ট পেয়েছি।’

মন্ত্রী বলেন, ‘আমার অনিচ্ছাকৃতভাবে বলা কথাগুলো থেকে যদি সাংবাদিকরা দুঃখ পেয়ে থাকেন, আমি তার জন্য আন্তুরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ, শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন।

>>সমাজকল্যাণমন্ত্রীকে মানসিক হাসপাতালে পাঠানোর আহ্বান

>>সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্যে ডিআরইউ'র তীব্র নিন্দা

(ওএস/অ/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test