E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৫৯০ কেজি চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

২০২০ এপ্রিল ২৮ ১৫:৫৭:১৪
১৫৯০ কেজি চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : দুস্থ গোষ্ঠীর খাদ্য-সহায়তার (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের (জসেকা) সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে ফরিদপুর সজেকায় মামলাটি দায়ের করেন। মামলায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, একই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎসজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ১ হাজার ৫৯০ কেজি ভিজিএফের চাল আত্মসাৎ করেন।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test