E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাওরের ৬২ শতাংশ ধান কাটা শেষ

২০২০ এপ্রিল ২৮ ১৬:৪৪:৪৪
হাওরের ৬২ শতাংশ ধান কাটা শেষ

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে শ্রমিক সঙ্কট দেখা দিলেও ইতিমধ্যে হাওরের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কর্তন শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনে পাকেনি ২৪ শতাংশ বোরো ধান। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে কৃষক ও শ্রমিকদেরকে উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বুধবার (২৯ এপ্রিল) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এ সাতটি জেলায় এ বছর শুধু হাওরে চার লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

এরমধ্যে গতকাল সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত কর্তন হয়েছে দুই লাখ ৭৪ হাজার হেক্টর জমির ধান যা শতকরা ৬২ ভাগ। সিলেটে ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৭২শতাংশ, হবিগঞ্জে ৫৫ শতাংশ, সুনামগঞ্জে ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৭৪ শতাংম, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ শতাংশ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কর্তন হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test